শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

জামালপুরে গৃহহীনদের মাঝে ঋণ বিতরণ

বৃহস্পতিবার, মার্চ ১১, ২০২১
জামালপুরে গৃহহীনদের মাঝে ঋণ বিতরণ

জামালপুর প্রতিনিধি : 'মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন কেউ থাকবে না আর’ এই শ্লোগান সামনে রেখে জামালপুরে সহজ শর্তে গৃহহীন দরিদ্র মানুষের মাঝে গৃহঋণের চেক বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের দেউরপাড় চন্দ্রায় উন্নয়ন সংঘের প্রধান কার্যালয়ে গৃহহীন দরিদ্র মানুষের মাঝে গৃহঋনের চেক বিতরণ করা হয়েছে। চেক বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম। চেক বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের পরিচালক অর্থ ও প্রশাসন জিয়াউর রহমান, সহকারী পরিচালক কর্মসূচি মোর্শেদ ইকবাল, সঞ্চয় ব্যবস্থাপনা কর্মসূচির ব্যবস্থাপক মিনারা পারভীন, জেলা ব্যবস্থাপক (এসআরএইচআর) লিটন সরকার, পরিবীক্ষণ কর্মকর্তা (এসএমপি) শাহজাহান মিয়া, উপজেলা ব্যবস্থাপক আরজু মিয়া, ইউনিয়ন সহায়ক ফরহাদ হোসেন প্রমুখ।

এ দিন জামালপুর সদর উপজেলার লিলি, উষা, ময়না, রিপা ও আঁখিকে গৃহঋণ দেয়া হয়। প্রতিজনকে ১লক্ষ ৩০হাজার টাকা করে ঋণ দেয়া হয়। নামমাত্র সেবামূল্যে এই ঋণ দুই বছরে মেয়াদে পরিশোধ করবে বলে জানা যায়। এর আগে ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১২৮জনকে গৃহঋণ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় আরো অধিক সংখ্যক গৃহঋণ দেয়া হবে বলে উন্নয়ন সংঘ সূত্র জানায়। ইতিপুর্বে দেয়া ঋণের আদায়ের হার শতভাগ এবং প্রতিটি ঘরই টেকসই করে গড়ে তোলা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ উন্নয়ন সংঘ জামালপুর ও শেরপুরে ১৯৮০ সাল থেকে সুনামের সাথে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করে আসছে। পাশাপাশি দেশের আরো ১০টি জেলায় স্বাস্থ্য, স্যানিটেশন, শিশু সুরক্ষা, ত্রাণও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার সফলতা রয়েছে বলে সংস্থার পরিচালকগণ জানান।

সময় জার্নাল/


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল