সময় জার্নাল প্রতিবেদক: সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দাকার জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের অনলাইনে পরীক্ষা নেয়ার মতো পর্যাপ্ত সক্ষমতা আছে এবং ঢাবি থেকে পরীক্ষার দায়িত্ব দেয়া হলে নেয়া সম্ভব হবে।
২৪ আগস্ট(মঙ্গলবার) রাত ১০ টায় একটি বেসরকারি টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাত কলেজের প্রশাসনের অনলাইনে পরীক্ষা নেয়ার মতো সক্ষমতা আছে। কিন্তু পরীক্ষা গ্রহণের বিষয়টি যেহেতু ঢাবি দেখে তাই এটা সম্ভব হচ্ছে না। যদি আমাদের পরীক্ষা আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেয় আমরা অনলাইনে নিতে পারবো। তবে সাত কলেজের পরীক্ষার বিষয়টি ঢাবির একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের বিষয়। এখানে আমাদের তেমন একটা স্বাধীনতা নেই।
তিনি আরও বলেন, আমরা করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার সাত কলেজে প্রচুর অনলাইনে ক্লাস নিয়েছি। ঢাবি তাদের নিজের শিক্ষার্থীদের নিয়েই ঝামেলায় আছে। ঢাবির শিক্ষার্থী আর আমাদের শিক্ষার্থীদের বিষয়টি এক নয়। আমরা সব দিক দিয়ে একটু সংকটে আছি এটা বলতেই হবে। তবে শিক্ষার্থীরা যদি নিশ্চিত করতে পারে যে তাদের জন্য ঝুঁকি হবে সেক্ষেত্রে আমরা কেনো পরীক্ষা স্বশরীরে নিবো। শিক্ষার্থীরা শুধু তাদের বিষয়গুলোই ভাবছে। এখনো অনেক গুলো সেশন আটকে আছে। ফরম পূরণ করে বসে আছে পরীক্ষায় আশায়। যদি এখন পরীক্ষা নেয়া না হয় তাহলে আরও তিন চার বছরের জটে পড়ে যাবে।
সময় জার্নাল/এমআই