বিনোদন প্রতিবেদন।করোনার লকডাউন এবং ঈদের বিরতির কারণে বেশ দীর্ঘ সময় শুটিংয়ে ছিলেন না জনপ্রিয় অভিনেত্রী শারমিন জোহা শশী। চলতি সপ্তাহে তিনি শুটিংয়ে ফিরেছেন। ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন এই অভিনেত্রী।
বর্তমানে তিনি একটি একখণ্ডের নাটকের শুটিংয়ে ফরিদপুর অবস্থান করছেন। এটি পরিচালনা করছেন মো. জামাল। এখান থেকে ফিরে তিনি গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় একটি নাটকে অভিনয় করবেন। লকডাউনের আগে তুষার খানের পরিচালনায় ‘কমলাপুরের বিজলী’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন।
সাম্প্রতিক সময়ের অভিনয় ব্যস্ততা প্রসঙ্গে শশী বলেন, লকডাউনের কারণে এতদিন ঘরে বসেই সময় কাটিয়েছি। এখন যেহেতু লকডাউন শেষ এবং করোনা কিছুটা হলেও নিয়ন্ত্রণে আছে, তাই আবারো কাজে ফিরেছি। অনেক দিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছে। এটা সত্যি যে নিয়মিত কাজে না থাকলেও নিজেরই খারাপ লাগে। ধন্যবাদ আমার নির্মাতাদের যারা আমাকে কাজে ফিরিয়েছেন। আশা করছি এখন থেকে নিয়মিতই কাজ করব।
শশী জানান, লকডাউনের আগে তিনি জুয়েল শরীফের পরিচালনায় বিটিভির ধারাবাহিক ‘চৈতন্য’র কাজ শেষ করেছেন। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক তথ্যচিত্রতে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন নাদিয়া আফরিন। আপাতত নাটকের বাইরে আর অন্য কোনো কাজ করছেন না শশী।
সময় জার্নাল/আরইউ