কাজী মঈন উদ্দিনের দুটি কবিতা
অবহেলার প্রতিবাদ
চেয়ে দেখার শেষ সীমানায়, 
দেখবে আমার কালো হাত,
শুভ্র মেঘ স্পর্শ করে খেলা করছে।
যে হাত তুমি অবহেলায়, 
ছুঁড়ে ফেলে দিয়েছিলে;
সেই কালো হাত নতুন,
ছবির সৃষ্টি করেছে। 
প্রতিটি অবহেলাই খুঁজে, 
ফিরে নতুন কিছু।
অনন্তে যা বিলিন হয়ে দাঁড়িয়ে যায়,
অস্পষ্ট প্রতিবাদে। 
আমি মেনে নেইনি সেই অবহেলা, 
কেবলই দাঁড় করতে চেয়েছিলাম, 
সাম্যের রেখা।
আজ স্রষ্টা আমায় খুঁজে;
কালো হাতে নতুন কিছু গড়বে বলে।
কালির আঁচড়
প্রভাত এনেছে দীপ্তি নির্মল ধরণীতে 
উষ্ণ আহবানে চির চেনা নতুনের আলিঙ্গন। 
শেষের জমাট বাঁধা সব,নতুন করে হয়েছে শুরু।
আবার মেঘে ঢাকা আকাশ,তীব্রতার স্পর্শে
অনন্তকালের তুচ্ছতায় গলে পড়ছে।
নির্জলা স্নেহ স্নিগ্ধতার মাধুর্যে নাট্যমঞ্চে ফেলছে সাড়া।
অপ্রকাশ্য জটিল ভালোবাসা চিৎকার করে
বিলিন হয়ে যাচ্ছে,আধুনিক এই গভীর আমাজনের ভয়ংকর অন্ধকারে। 
তার পরেও থেমে থাকেনি কিছুই, 
বাতাস আসে বাতাস যায়,কেউ শ্বাস নেয়,
কেউ যন্ত্রণার শেষ সীমান্তে পাড়ি দেয়।
সময় জার্নাল/আরইউ