আন্তর্জাতিক ডেস্ক।সময় জার্নাল : কাবুলে গত বৃহস্পতিবার আইএসের আত্মঘাতী হামলার পর শুক্রবার থেকে মানবিক কারণে সাময়িক সময়ের জন্য সীমান্ত খুলে দিয়েছে উজবেকিস্তান।
প্রতিবেশী দেশটির নাগরিকদের চরম সংকটময় মুহুর্তে এ মানবিক আচরণ করল উজবেকিস্তানের প্রশাসন। খবর আনাদোলুর।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় নাভোই প্রদেশে আফগান সীমান্ত পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, আফগানিস্তানের মানুষ এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সহায়তা চাইলে আমরা তাদের সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ বলেন, তালেবান চাইলে আমরা রেলপথে বিদেশি খাদ্য সহায়তা আফগানিস্তানের মাজার-ই শরিফে পৌঁছে দিতে পারবো।
কারণ আমাদের সঙ্গে আফগানিস্তানের ওই প্রদেশের সরাসরি রেল যোগাযোগ আছে।
উজবেকিস্তানে কোনো ধরনের হামলা না চালানোর বিষয়ে তালেবান নেতা আব্দুল গনি বারাদারের সঙ্গে দুই বছর আগেই আলোচনা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োইয়েভ।
র্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী হামলায় ১৩ মার্কিন সেনাসহ ১৭০ জন নিহত হয়। এ ঘটনার পরই মানবিক বিপর্যয়ের মধ্যে সীমান্ত খুলে দিল প্রতিবেশী দেশ উজবেকিস্তান।
সময় জার্নাল/আরইউ