সময় জার্নাল রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে নতুন করে এক হাজার ৬৬ জন শনাক্তসহ দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৫৫ হাজার ২২২ জন।
একই সময়ে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত ৮ হাজার ৫১৫ জনের মৃত্যু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১১ মার্চ) দেশে আরও ১ হাজার ৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৬ জন। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে।
শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ২৫২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৭২ জন হয়েছে।
সময় জার্নাল/এমআই