স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশ সময় বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশিত সাফল্য পেতে হলে পরিকল্পিত ক্রিকেটের বিকল্প নেই।
অন্যদিকে হোম গ্রাউন্ডে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ বলেই সতর্ক কিউই অধিনায়ক টম ল্যাথাম।
নিউজিল্যান্ড দলের অধিনায়ক ল্যাথাম বলেন, সিরিজটা আমাদের জন্য সহজ হবে না। বাংলাদেশ দল দারুণ ফর্মে আছে।
সিরিজের বাকি ৪টি ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
সময় জার্নাল/আরইউ