বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১
মোঃ রাকিবুল হাসান, গণ বিশ্ববিদ্যালয়: সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাইবার ড্রিল টিমকে সংবর্ধনা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য (চলতি দায়িত্ব) বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. লায়লা পারভিন বানু।
বুধবার (১লা সেপ্টেম্বর) উপাচার্য কার্যালয়ে এ সংবর্ধনা জানানো হয়।
সাইবার ড্রিল টিমকে উৎসাহ প্রদান এবং আরও ভালো কাজ করার প্রেরণা দিয়ে উপাচার্য বলেন, "তোমাদেরকে প্রশাসন থেকে পরিপূর্ণ সহায়তা করা হবে এবং প্রয়োজনীয় সকল জিনিসপত্র দেওয়া হবে। তোমাদের কাজে সাহায্যের জন্য সিএসই বিভাগে অভিজ্ঞ ল্যাব শিক্ষক নিয়োগ প্রদান করা হবে।"
এ সময় উপস্থিত ছিলেন ভৌত ও গাণিতিক বিজ্ঞান অনুষদের ডীন ও কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মো. করম নেওয়াজ।
বাংলাদেশ কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (বিজিডি ই-গভ সার্ট) কর্তৃক আয়োজিত এ সাইবার ড্রিলে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৮৩টি টিম অংশ নেয় এবং মোট ১,১০৮ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। গণ বিশ্ববিদ্যালয় টিম সর্বমোট ৪,০০০ পয়েন্টের মধ্যে ২,০৫০ পয়েন্ট অর্জন করে ২৮তম স্থান লাভ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং, ইমেজ, ওয়েব হ্যাকিং, ব্লকচেইন সম্পর্কিত মোট ৪৭টি সমস্যার সমাধান করতে হয়।
সময় জার্নাল/এমআই