বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১
ডা. মোহাম্মদ আবু বকর সিদ্দিকী :
কোলোরেক্টাল ক্যান্সার এর চিকিৎসা পদ্ধতি ও সমাজে প্রচলিত কিছু ভুল ধারনা।
কোলন ক্যান্সার এর
লক্ষ্মণ সমূহ
১. প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষ্মণ নাও থাকতে পারে
২. পায়খানার রাস্তায় রক্ত যাওয়া
৩. পায়খানা করার অভ্যাস পরিবর্তন হয়ে যাওয়া
৪. পায়খানা ক্লিয়ার না হওয়া
৫. ক্ষুধামন্দা ও দুর্বলতা
প্রতিকার
১. লাল মাংশ ও প্রানিজ চর্বি কম খাওয়া
২. ধুমপান ও মদ্যপান পরিহার করা
৩. নিয়মিত ব্যায়াম ও স্থুলতা কমানো
৪. শাকসবজি ও পানি বেশি করে খাওয়া
আপনাদের সকলের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায়।
ডা. এম এ বি সিদ্দিক
কোলোরেক্টাল, ব্রেস্ট, এন্ডোল্যাপারোস্কপিক ও ক্যান্সার সার্জন
সহকারী অধ্যাপক, সার্জারী বিভাগ
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ।