বুধবার, সেপ্টেম্বর ১, ২০২১
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ফোন নাম্বার ব্লক করে রাখা ও ফোন রিসিভ না করার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় দশজন সাংবাদিকের সাথে কথা বলে বিষয়টি জানা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী তার দায়িত্বের শেষ সময়টুকু পার করছেন। শেষ মুহূর্তে যাতে কোন ধরনের ঝামেলার সম্মুখীন হতে না হয় সে জন্য সাংবাদিকদের মোবাইল নম্বর ব্লক করে রেখেছেন। ভিন্ন ভিন্ন নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করা হলেও পরিচয় পাওয়ার পর সেসব নাম্বারে আর ফোন ধরেন না তিনি।
এ বিষয়ে সময় টিভির কুবি প্রতিনিধি রিদওয়ানুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে সংবাদের বক্তব্যের জন্য উপাচার্যের নাম্বারে যোগাযোগ করে উপাচার্য স্যারকে পাইনা। দায়িত্বশীল জায়গা থেকে সাংবাদিকতায় এমন অসহযোগিতাপূর্ণ আচরণ আশা করিনা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাংবাদিকদের ফোন না ধরার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নেতৃবৃন্দ। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি মাহফুজ কিশোর বলেন, উপাচার্য স্যার দায়িত্বশীল জায়গায় থেকে কীভাবে সাংবাদিকদের ব্লক দেন তা আমার বোধগম্য নয়। বিভিন্ন সময়ে বিতর্কিত কাজের দ্বায় এড়াতেই হয়তো তিনি সাংবাদিকদের ফোন নাম্বার ব্লক দেন ও ফোন রিসিভ করেন না।
অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, যাদের নাম্বার আমার কাছে সেইভ করা আছে তাদেরটা আমি ধরি। দুনিয়ার মানুষ ফোন করে তদবির করে এতগুলা তো আমার পক্ষে ধরা সম্ভব না।
সাংবাদিকদের নাম্বার ব্লক দেয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কোন ব্লক আমি করি নাই। দরকার হলে আমাকে একটা ম্যাসেজ করে দিতে বইলো। না হলে আননোন হলে দুনিয়ায় মানুষজনের ফোন ধরা ত সম্ভব না।
সময় জার্নাল/আরইউ