আন্তর্জাতিক ডেস্ক| মহামারি করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর স্থগিত থাকার পর মসজিদে কা’বায় কোরআন মুখস্তের ক্লাস চালু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার থেকে কোরআন মুখস্তের এই ক্লাস হবে। গালফনিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার থেকে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সশরীরে এই ক্লাস হবে বলে জানান জেনারেল প্রেসিডেন্সি অব হারামাইন শরীফাইনের একজন কর্মকর্তা।
কোরআন শিক্ষণ কার্যক্রমের প্রধান বদর আল মুহাম্মাদি জানান, শুধু কোভিড-১৯ টিকা প্রাপ্তরাই এতে অংশ নিতে পারবেন। এবং শুরুতে প্রতিদিন মাত্র আটজন করে পবিত্র কোরআনের এই ক্লাসে অংশ নিতে পারবেন।
ধাপে ধাপে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানো হবে বলেও জানান বদর আল মুহাম্মাদি।
এদিকে, আজ শুক্রবার পর্যন্ত সৌদি আরবে পাঁচ লাখ ৪৪ হাজার ৯৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত একদিনে পাঁচজনসহ মোট আট হাজার ৫৬৫ জন করোনায় মারা গেছেন। আর এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন পাঁচ লাখ ৩৩ হাজার ৬৩২ জন। বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে।
সময় জার্নাল/আরইউ