স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম ও ইতিহাসের ৮ম ক্রিকেটার হিসেবে ১০০টি ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজ রবিবার মিরপুরে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার মাধ্যমে এই কীর্তি গড়লেন তিনি।
২০০৭ সালের ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াদের টি-টোয়েন্টিতে অভিষেক। ক্যারিয়ারের ৯৯টি ম্যাচে এখন পর্যন্ত তিনি ১ হাজার ৭০২ রান ও শিকার করেছেন ৩২টি উইকেট।
এর আগে নিজ নিজ দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলার সেঞ্চুুরি করেছেন পাকিস্তানের শোয়েব মালিক (১১৬ ম্যাচ), মোহাম্মদ হাফিজ (১১৩ ম্যাচ), ভারতের রোহিত শর্মা (১১১), ইংল্যান্ডের ইয়ন মরগান (১০৭), আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন (১০৪) এবং নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (১০২) ও রস টেলর (১০২ ম্যাচ)।
বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম (৮৯ ম্যাচ), তৃতীয় স্থানে সাকিব আল হাসান (৮৭ ম্যাচ) ও চতুর্থ স্থানে তামিম ইকবাল (৭৪টি ম্যাচ)।
সময় জার্নাল/এমআই