ক্রীড়া প্রতিবেদক: মিরপুরে টি-টোয়েন্টি ম্যাচের সৌন্দর্য্য ধীরে ধীরে ফিরে আসছে। স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজে দ্বিতীয় ম্যাচের পর তৃতীয় ম্যাচেও ব্যাটে রান পাচ্ছেন ব্যাটসম্যানরা। টস জিতে আগে ব্যাট করতে নেমে ইতিমধ্যে ১৪ ওভারের বিনিময়ে ৭৭ রান সংগ্রহ করেছে কিউরা। শুরুতে দারুণ শুরু করলেও নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের চাপে ফেলে দিয়েছেন টাইগার বোলাররা।
তাদের পাঁচটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মাহমুদুল্লাহ রিয়াদ। শুরুতেই নিউজিল্যান্ডের দলীয় ১৬ রানের মাথায় আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। ক্রমশ ভয়ঙ্কর হতে থাকা ফিন অ্যালেন'কে দুর্দান্ত ডেলিভারিতে ফিরিয়ে দেন তিনি। সহজ ক্যাচ ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
পরে কিউইদের দলীয় ৪৬ রানের মাথায় জোড়া আঘাত হানেন সাইফউদ্দিন। এক বলের ব্যবধানে উইল ইয়াং ও কলিন ডি গ্র্যান্ডহোম'কে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৫৮ রানের মাথায় আঘাত হেনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার শিকার রচিন রবীন্দ্র। তিনি ব্যক্তিগত ২০ রান করে বোল্ড হয়ে ফিরে গেছেন।
কিউইদের ৬২ রানের মাথায় আঘাত হেনেছেন স্পিনার মেহেদী হাসান। তিনি টম ল্যাথা ‘কে কট এন্ড বোল্ড করেন।
সময় জার্নাল/এমআই