ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে পদ্মার পানি কমতে শুরু করেছে। বর্তমানে বিপৎসীমার ৭২ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফরিদপুর পাউবো জানিয়েছে, পদ্মায় গোয়ালন্দ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি কমেছে ৫ সে. মি। তবে এখনো হাজার হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছে।
পানি কমলেও, কমেনি বানভাসি মানুষের দুর্ভোগ। চারটি উপজেলা ফরিদপুর সদর, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলার ১৩ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দি। এই সকল এলাকার প্রায় দেড় শতাধিক গ্রামে ফসলি ক্ষেত, রাস্তা, নিচু এলাকার বসতবাড়ি তলিয়ে গেছে। এছাড়াও নদীভাঙনের শিকার হচ্ছে মধুখালী, আলফাডাঙ্গা ও সদরপুরের বিভিন্ন অংশে। খাদ্য সংকট দেখা দিয়েছে গবাদি পশু।
সরকারিভাবে এই সকল এলাকায় ইতিমধ্যে ৫০ মেট্রিক টন চাল ও সাড়ে নয় লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। জেলার মধুমতি ও আড়িয়াল খাঁর বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। প্রতিদিনই বিলীন হচ্ছে ফসলের জমি সহ বিভিন্ন স্থাপনা। এছাড়াও ফরিদপুর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রীরচর ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। চরভদ্রাসন ও সদররের চরাঞ্চলের শহরের আসার দশটি সড়ক তলিয়ে গেছে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, পানিবন্দী মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে, পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে আমাদের কাছে। আমরা চরাঞ্চলের বিশুদ্ধকরণ টেবলেট নিয়মিত দিচ্ছি।
তিনি আরো বলেন বন্যার্তদের জন্য আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
সময় জার্নাল/আরইউ