বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

লক্ষ্মীপুরে জাতীয় পার্টির দু’গ্রুপের সংঘর্ষে কেন্দ্রীয় নেতাসহ আহত ৫

শনিবার, মার্চ ১৩, ২০২১
লক্ষ্মীপুরে জাতীয় পার্টির দু’গ্রুপের সংঘর্ষে কেন্দ্রীয় নেতাসহ আহত ৫

মো. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জাতীয় পার্টির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর শহরের ওয়েলকাম চাইনিজ রেষ্টুরেন্টে পার্টির সংসদ সদস্য নাসিমা বেগম সহ এক ডজন কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।

হামলায় কেন্দ্রীয় নেতা ফয়েজ উল্যা শিপনসহ ৬ জন আহত হয়েছে বলে জানা গেছে। এ সময় রেস্টুরেন্টে মূল্যবান মালামাল ভাংচুরের ঘটনা ঘটে বিক্ষুব্দ কর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবার মাসুদ ও কেন্দ্রীয় নেতা শেখ ফয়জুল্লাহ শিপন গ্রুপের সাথে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ের তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে রেষ্টুরেন্টের গ্লাস এবং আসবাবপত্র ভাংচুর করে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ ফয়জুল্লাহ শিপন বলেন, ঢাকা থেকে আগত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আমি রেষ্টুরেন্টের
ভেতরে প্রবেশ করতে চাইলে জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এম আর মাসুদের সমর্থকরা আমাদের ভেতরে ঢুকতে দেয়নি। এসময় তারা আমাদের উপর হামলা চালায় ও ভাংচুর করে।

এম আর মাসুদ বলেন, শেখ ফয়জুল্লাহ শিপন ঢাকার ও স্থানীয় কিছু নেতাকর্মী নিয়ে রেষ্টুরেন্টে প্রবেশ করার পর পরই কিছু বুঝে উঠার আগেই সংঘর্ষে জড়িয়ে
পড়ে। এ সময় নেতাকর্মীদের মাঝে হাতাহাতি ও ভাংচুরের ঘটনা ঘটে। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া বলেন, জাতীয় পার্টির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সময় জার্নাল/এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল