সময় জার্নাল প্রতিবেদক :
ইব্রাহীম কার্ডিয়াক হসপিটালের কার্ডিয়াক সার্জারি বিভাগের কন্সাল্ট্যান্ট ডা. সৈয়দ তানভীর আহমেদ আর নেই। সোমবার নিজ কর্মস্থলে কার্ডিয়াক এরেস্ট হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
ডা সৈয়দ তানভীর আহমেদ ঢাকা মেডিকেল কলেজের কে-৪৮ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুর তথ্য জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক কার্ডিয়াক সার্জারি ডাঃ এ এম আসিফ রহিম।
তিনি লিখেছেন, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি আমার কলিগ এম এস কোর্সের দীর্ঘদিনের সহপাঠী ইব্রাহীম কার্ডিয়াকে কার্ডিয়াক সার্জারির কন্সাল্ট্যান্ট ঢাকা মেডিকেল কলেজে আমার অনুজ ব্যাচ কে-৪৮ এর ডা. সৈয়দ তানভীর আহমেদ কিছুক্ষন আগে কার্ডিয়াক এরেস্টে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। আল্লাহ ওকে জান্নাতবাসি করুন আমিন।
ইয়া আল্লাহ আমি আসলে বিশ্বাস করতে পারছি না। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা মেডিকেলে আমার ৫ বছর জুনিয়র আমরা একসাথে এম এস কোর্সে হৃদরোগ ইনষ্টিটিটের ছাত্র হিসাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন কিরেছি। পরে পাস করে অনেকদিন আমার কলিগ ছিল আমরা ওটি আইসিইউ ডিউটি একসাথে করতাম কত আড্ডা কত স্মৃতি। আল্লাহ ওকে জান্নাত বাসি করুন আমিন।
সময় জার্নাল/ইএইচ