স্পোর্টস ডেস্ক।সময় জার্নাল : থ্রি নেশনস কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিরগিজস্তানে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশকেকের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে প্রথম ম্যাচে ২-০ ব্যবধানে হেরেছে জেমি ডে’র শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ভাবছে না লাল-সবুজরা। তবে জয়টা যে এত সহজ হবে না তা ভালো করেই জানা আছে জামাল ভুঁইয়াদের।
কেবল র্যাংকিং নয়, শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা কিরগিজদের বিপক্ষে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে খেলাটাকেও বড় চ্যালেঞ্জ জেমি ডে’র শিষ্যদের কাছে।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৭ ধাপ এগিয়ে কিরগিজস্তান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ফিলিস্তিনকে ১-০ গোলে হারায় কিরগিজরা।
এই ম্যাচে জিতলেই সিরিজের সেরা হবে তারা। সে সুযোগ নিতে বাংলাদেশকে চেপে ধরারই কথা মধ্য এশিয়ার দলটির।
সময় জার্নাল/আরইউ