স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের চলতি নিউজিল্যান্ড সিরিজের শুরুটা হয় দুর্দান্ত। প্রথম দুটি ম্যাচই জিতে নেয় স্বাগতিকরা। তবে তৃতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৫২ রানের জয় তুলে নেয় নিউজিল্যান্ড। পরের ম্যাচে নিশ্চয় শোধ নিতে চাইবে বাংলাদেশ! নিউজিল্যান্ড কোচ গ্লেন পোকন্যাল বলছেন, সেটার জন্য প্রস্তুতি আছে তার দল। ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশের আগুনকে আগুন দিয়েই মোকাবিলা করতে চায় নিউজিল্যান্ড।
সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচটি মাঠে গড়াবে। তার আগে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে পোকন্যাল বলেন, 'শুধু আমাদের বিপক্ষে নয়, বিশ্বের যেকোনো দলের সঙ্গেই তাদের ঘরের মাটিতে রেকর্ড অসাধারণ। হারের পর স্বাভাবিকভাবেই তারা ঘুরে দাঁড়াবে শক্তভাবে, আগের হারটাও নিশ্চয়ই খোঁচাচ্ছে তাদের। (তবে) আমরা অবশ্যই তাদের জন্য ঘুরে দাঁড়ানোর জন্য প্রস্তুত। তবে বলতে গেলে, আমরা আগুনের জবাব আগুন দিয়েই দেব, আমাদের সে সামর্থ্য আছে।'
তৃতীয় ম্যাচে বাংলাদেশকে মাত্র ৭৬ রানে গুটিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে বাংলাদেশের যেটা দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শেষ পর্যন্ত লড়াই করেছে সফরকারীরা। অথচ দলীয় সামর্থের হিসেবে নিউজিল্যান্ডের এই দলটাকে 'দ্বিতীয় সারির'ও বলা যায়। পোকন্যাল বলছেন, ঘুরে দাঁড়িয়ে আত্মবিশ্বাসটা পেয়ে গেছেন তার শিষ্যরা। এই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে সিরিজ জয়ের লক্ষ্য তাদের।
তিনি বলেন, 'এটা দারুণ ব্যাপার যে আমাদের অনেক কিছুই পাওয়ার আছে। একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের সমানে। আগামীকাল ২-২ করে ফেলতে পারি আমরা। তার পর দেখা যাবে শেষ ম্যাচে কী হয়। ছেলেরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত।'
বাংলাদেশ সফরে এবার আসারই কথা ছিল না পোকন্যালের। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের নিয়মিত কোচ গ্যারি স্টিডকে বিশ্রাম দেওয়া হলো বলেই প্রধান কোচ হয়ে বাংলাদেশে আসতে পেরেছেন তিনি। শক্ত দল না পেলেও দেশের মাটিতে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে দিল পোকন্যালের দল। এই জয়ের স্বাদটা দারুণ ঠেকছে পোকন্যালের কাছে।
বলেছেন, 'এটা আসলে অসাধারণ। ছেলেরা অনেক পরিশ্রম করেছে বলে এই অনুভূতি বিশেষ কিছু। তারা নিজেদের মধ্যে কথা বলেছে, কীভাবে খেলব সেটা নিয়ে। যেসব নিয়ে কথা বলেছি, সেগুলো বাস্তবায়ন করতে পারা খুবই ভালো একটা অনুভূতি। এখানে খেলাটা খুবই চ্যালেঞ্জিং, শেষ ম্যাচে ছেলেরা যা করেছে, সেটা নিয়ে তাই গর্বিত আমি। তারা দেখিয়েছে, সবাই একসঙ্গে কাজ করলে যেকোনো কিছুই সম্ভব। এটা রোমাঞ্চকর, আমরা আরও এগোতে চাই।'
সময় জার্নাল/এমআই