স্পোর্টস রিপোর্ট: কিরগিজস্তানের বিপক্ষে আগের চার ম্যাচের সবকটিতে হার। পঞ্চম দেখায় লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ দল। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে কিরগিজস্তানের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। বিশকেকে চলমান এই আসরে দুই ম্যাচে হারলো জেমি ডে’র দল। নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ২-০ ব্যবধানে হারে লাল-সবুজরা।
কিরগিজস্তান সফরে আরেকটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার কিরগিজস্তান সফরের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিকদের অনূর্ধ্ব-২৩ দল।
কিরগিজস্তানের দোলন ওমরজাকিভ স্টেডিয়ামে চার পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ।
সময় জার্নাল/আরইউ