এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বন্যা পরিস্থিতি উন্নতির পথে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমে এখন তা বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বন্যার পানির ফলে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থচ্যানেল, চরমাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাসহ নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
এছাড়া ফরিদপুরের সদরপুর, চরভদ্রাসন ও ভাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পানি ঢুকে যাওয়ায় সেখানকার অনেক গ্রাম প্লাবিত হয়েছে। পানি বন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। ছাড়া এসব এলাকার অনেক জায়গায় শুরু হয়েছে নদী ভাঙন। অনেক স্থানে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধ করা হয়েছে। গো খাদ্য সংকট দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায় ফলে বিপাকে পরেছে সেখানকার গৃহ পালিত প্রানীরা। এছাড়া বিভিন্ন পানি বাহিত রোগের আশংকা করছে বন্যা কবলিত এলাকার জনগনের এবং রয়েছে সুপেয় পানির সংকট ।
ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহামুদ জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি ফরিদপুর পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমে এখন তা বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সময় জার্নাল/এমআই