স্পোর্টস ডেস্ক।সময় জার্নাল : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ (৫৭) মারা গেছেন। শুক্রবার ভোর রাত ৩টা ৪৮ মিনিটে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাবেক এই আম্পায়ার গত দুই বছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। মাঝে বেশ কয়েকবার দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। শারিরীক অবস্থার অবনতি হলে সর্বশেষ সপ্তাহখানেক আগে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন আগে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন নাদির শাহ
নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই। ২০০৬ সালে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাদির শাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
সময় জার্নাল।আরইউ