এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে শুরু হয়েছে জেলা দাবা লীগ-২০২১। শনিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় স্টেডিয়ামে দাবা লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক অতুল সরকার। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা পুলিশ ও একেএইচ গ্রুপের সহযোগিতায় এ দাবা লীগে দশটি টিম অংশ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা ( মাস্টার) , পৌর মেয়র অমিতাভ বোস, একেএইচ গ্রুপের কর্ণধার ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ক্রীড়া সংস্থার আমিনুর রহমান ফরিদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. মোসলেম উদ্দিন, ক্রীড়া সংস্থার সহ সভাপতি এসএম আহসান তুহিন, মুজিবুল হক ফিরোজ।
এসময় প্রধান অতিথি অতুল সরকার বলেন, আমরা যদি নিয়মিত খেলা-ধুলা চর্চা অব্যহত রাখি তাহলে আমাদের তরুন সমাজ মাদকের ছোবল থেকে রক্ষা পাবে। যে কোন খেলাধূলা মানুষের মননশীলতাকে জাগ্রত করে, শরীরকে সুস্থ রাখে। এ জন্য ক্রীড়া অঙ্গনের গতি ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তবেই আমরা একটি সুন্দর সমাজ উপহার পেতে পারি।
অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে জেলা দাবা লীগ ২০২১ এর শুভ সূচনা করেন জেলা প্রশাসকের সঙ্গে অতিথিরা।
এহসান রানা, ফরিদপুর