এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনটি শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী ইউনিয়নের পোড়াদিয়া এস এ খান উচ্চ বিদ্যালয়, কাইচাইল মাদ্রাসা ও গহেরনামা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করে কাইচাইল ইউনিয়ন আওয়ামী লীগ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি কৃষি গবেষক শাহাদাব আকবর লাবু চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সংসদ উপনেতার একান্ত সচিব শফিউদ্দিন শফি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ-সভাপতি আবদুস সোবহান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার রিটা, কাইচাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিন্নাহ সরদার, জামাল মোল্লা, চরযোশোরদি ইউনিয়ন চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, ডাংগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বুলবুল সরদার, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম, যুবলীগ নেতা কামরুজ্জামান কামাল, কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি চয়ন কুমার মন্ডল, সাধারন সম্পাদক ওমর ফারুক ফারহান সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি শাহাদাব আকবর লাবু চৌধুরীর উপস্থিতিতে জনসমর্থন বিবেচনায় ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক কমিটি গঠন করা হয়।
সময় জার্নাল/ইএইচ