মোঃ ইমরান মাহমুদ, জামালপুর : জামালপুরের মেলান্দহে শারমিন আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। নিহত ওই শিক্ষার্থী উপজেলা ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা গ্রামের কৃষক ছলিম উদ্দিনের মেয়ে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে শারমিনের লাশ উদ্ধার করে স্থানীয়রা পরে পুলিশকে খবর দেয়।
জানা গেছে, কলেজ ছাত্রী শারমিন আক্তার বাড়ির গোসলখানার ধর্নার সাথে উরনা দিয়ে ঝুলে আত্মহত্যা করে। সে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অনার্স (অর্থনীতি বিভাগ) ২য় বর্ষের শিক্ষার্থী।
তার মা মর্জিনা বেগম জানিয়েছেন, পরিবারের অভাব-অনটন সইতে না পেরে তানজিনা আত্মহননের পথ বেছে নিয়েছে। তার লেখাপড়ার খরচ আমরা চালায়তে পারছিলাম না, রাতে এটা নিয়ে কিছু কথা কাটাকাটি হয়েছিল। আর এই অভাব-অনটন সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। তার মৃত্যুতে আমাদের কারোও উপরে কোনো অভিযোগ নাই।
মেলান্দহ থানার এসআই দিলীপ চন্দ্র সরকার বলেন, পরিবারের অভাব-অনটনের কারণে আত্মহত্যা করেছে। নিহতের গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই, শুধু গলায় ফাঁস দেওয়ার চিহ্ন থাকায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক অভাব-অনটনের জন্য আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে এবিষয়ে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
সময় জার্নাল/এমআই