সময় জার্নাল প্রতিবেদক: রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার শান্তা ভারত সরকারের 'India Scholarship (Bangladesh) Scheme - MEA, (2021-2022)' শিক্ষা বৃত্তি নিয়ে Panjabi University, Patiala এর Sports Science বিভাগের অধীন পিএইচডি প্রোগ্রামে যোগদান করতে যাচ্ছেন।
তাঁর গবেষণার বিষয় Relationship Between Kinematic Parameters of Standing Throw and Ball Velocity of Female Handball Players ইতোপূর্বে তিনি ভারতের শান্তিনিকেতন থেকে ক্রীড়া শিক্ষা বিষয়ে ২ বছর মেয়াদি এমপিএড ডিগ্রী এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ক্রীড়া বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রী লাভ করেন। ভিসাসহ যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে এ মাসের শেষ নাগাদ তিনি শিক্ষা ছুটি নিয়ে গবেষণা কর্মে যোগদান করবেন।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিবার আগামীদিনে তার এই উচ্চশিক্ষার জন্য শুভকামনা জানিয়েছেন।
সময় জার্নাল/এমআই