স্পোর্টস ডেস্ক:
আজই পর্দা উঠছে বহুল প্রতীক্ষিত ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের। আজ রাত ১০টা বেজে ১৫ মিনিটে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করতে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও স্প্যানিশ ক্লাব সেভিয়া। অন্যদিকে আজ দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে রাশিয়ান ক্লাব জেনিতের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি।
শ্রেষ্ঠত্বের এই লড়াইকে সামনে রেখে এই মৌসুমের দলবদলের যথার্থ ব্যবহার করেছে ইউরোপের প্রথম সারির ক্লাবগুলো। অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছে কাতারের ধনকুবের নাসের আল খেলাইফির পিএসজি। এদিকে দীর্ঘদিন ধরে ইউরোপের সর্বোচ্চ এই ক্লাব প্রতিযোগিতায় নিজেদের মেলে ধরতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেডও। বড় দলগুলোকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে লম্বা রেসের ঘোড়া ক্রিশ্চিয়ানো রোনালদোকে ফিরিয়েছে তারা।
ভারতীয় উপমহাদেশে এবারের চ্যাম্পিয়ন্স লিগ সরাসরি সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে সনি পিকচার স্পোর্টস নেটওয়ার্ক। টেলিভিশন চ্যানেল ছাড়াও অনলাইনে খেলাগুলো সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা।
চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো কখন, কোথায় হবে, ও কীভাবে দেখবেন-
শুরুর তারিখ- ১৪ সেপ্টেম্বর, মঙ্গলবার। সময়- রাত ১০টা ১৫(বাংলাদেশ সময়)
টিভিতে দেখবেন যে চ্যানেলে- সনি টেন ১ এসডি/এইচডি, সনি টেন ২ এসডি/এইচডি, সনি টেন ৩ এসডি/এইচডি এবং সনি সিক্স এসডি/এইচডি খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে।
অনলাইনে দেখবেন যেভাবে- সনি লাইভ অ্যাপ, জিও টিভি লাইভ অ্যাপে সরাসরি দেখা যাবে। এছাড়াও টোটালস্পোর্টেক, ইয়াল্লাশুট, কুরার মতো অনানুষ্ঠানিক কিছু প্ল্যাটফর্মেও দেখা যাবে চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো।
সময় জার্নাল/এমআই