শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শস্যচিত্রে বঙ্গবন্ধু’ বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র : কৃষিমন্ত্রী

রোববার, মার্চ ১৪, ২০২১
শস্যচিত্রে বঙ্গবন্ধু’ বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র : কৃষিমন্ত্রী

সময় জার্নাল ডেস্ক : বগুড়া জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামের ফসলের ক্যানভাসে বিশ্বের সবচেয়ে বড় প্রতিকৃতিশস্যচিত্রে বঙ্গবন্ধুপরিদর্শন করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে  ‘কৃষিমন্ত্রী বলেন, ‘শস্য দিয়ে বঙ্গবন্ধুর যে মুখচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে তা দেখে আমি মুগ্ধ আবেগাপ্লুত। বঙ্গবন্ধু ছিলেন কৃষি কৃষকের অকৃত্রিম বন্ধু। তিনি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশের পুনর্গঠনে প্রথমেই গুরুত্ব দিয়েছিলেন কৃষি উন্নয়নের কাজে। ডাক দেন সবুজ বিপ্লবের। ফলে আমাদের হৃদয়ে  বঙ্গবন্ধু যেমন আছেন তেমনি বাংলার আকাশে-বাতাসেও আছেন। দেশের ভূমির প্রতিটি কণা, শস্যক্ষেতসহ সবক্ষেত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি-প্রতিকৃতি আমরা দেখতে পাই। মুজিব শতবর্ষে   স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমরা বঙ্গবন্ধুকে ফসলের ক্ষেতে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রে তুলে ধরেছি যা অসাধারণ শিল্পকর্ম।

 

. রাজ্জাক বলেন, ‘গ্রামকে আমাদের ভুলে গেলে চলবে না। গ্রামই বাংলাদেশ, ঢাকা বা চট্টগ্রাম নয়। গ্রামকে আলোকিত করতে হবে, গ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধুও স্বপ্ন বাস্তবায়ন করে যেতে চেয়েছিলেন।

 

এসময় স্থানীয় জনপ্রতিনিধিরা বারেন্দা গ্রামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান।  জবাবে মন্ত্রী বলেন  ‘উন্নত ফসল উৎপাদনকারী জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি পর্যালোচনা করা হবে। তিনি জানান বগুড়া শুধু কৃষি উৎপাদন নয়, প্রচুর কৃষি প্রযুক্তি পণ্য তৈরি হচ্ছে। সরকার কৃষি পণ্য আমদানি কমাতে এসব স্থানীয় প্রযুক্তিকে গুরুত্ব দেয়া হচ্ছে। এজন্য আমরা প্রকল্প নিয়েছি।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। বক্তব্য রাখেন- সংসদ সদস্য সাহাদারা মান্নান, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান . অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, সাবেক মহাপরিচালক মো. হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান . শেখ মোহাম্মদ বখতিয়ার, বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক, পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূইয়া আরো বক্তব্য রাখেনশস্যচিত্রে বঙ্গবন্ধুজাতীয় পরিষদের সদস্যসচিব অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষক কেএসএম মোস্তাফিজুর রহমান

 

বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন বঙ্গবন্ধুকে নিয়ে এমন একটি কাজ করতে পেরে আমরা গর্বিত।সারাবিশ্বে শস্য দিয়ে তৈরি কোনো একক ব্যক্তির এটিই সবচেয়ে বড় ছবি। তাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ইতিমধ্যে তারা পরিদর্শন করে গেছেন সব কিছু ঠিক থাকলে আসছে স্বাধীনতা দিবসেই আসতে পারে স্বীকৃতি। 

 

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষেশস্যচিত্রে বঙ্গবন্ধুএই পুরো প্রকল্পের অর্থায়ন করেছে ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ

 

 

সময় জার্নাল/ইম

 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল