বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১
গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গজারিয়া উপজেলায় ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণ ও শহীদ নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং একই দিনে মক্কা রেস্টুরেন্ট পিংপং পার্কে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় উপজেলার ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে এবং শহীদ নজরুল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন করেছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী।
ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ মুকবুল হোসেনের সভাপতিত্বে ও মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় ও বই বিতরণ করা হয়। মতবিনিময় ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় এর সাবেক পরিচালক, মোঃ হাফিজ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদ ।
আরও উপস্থিত ছিলেন ইয়ুথ জার্নালিস্টস জার্নালিস্ট ফোরাম মুন্সিগঞ্জ জেলা কমিটির সদস্য আব্দুল হাকিম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, স্থানীয় সাংবাদিকদের মধ্যে দৈনিক সংবাদ , প্রতিনিধি শেখ নজরুল ইসলাম, বিচিত্র সংবাদ প্রতিনিধি আবদুল হাকিম, দৈনিক আজকের পত্রিকার সাহাদাত হোসেন সায়মন, দৈনিক এশিয়া বানীর মোঃরিপন মোল্লা, দৈনিক জনবানীর আল আমিন, মুন্সীগঞ্জ কাগজ এর ষ্টাফ রিপোর্টার আজিজুল হক পার্থ, কামরুল ইসলাম, দৈনিক নব অভিযান , রুহুল আমিন,দৈনিক সবুজ নিশান, আক্তার হোসেন বাবু, ফাল্গুনী টিভির সোলাইমান সিকদার, দৈনিকবাংলাদেশ বুলেটিন নয়ন দেওয়ান, দৈনিক ভোরের চেতনার আমজাদ হোসেন, দৈনিক অগ্রসরের মোবারক হোসেন, দৈনিক মাতভূমির খবর ওসমান গণি প্রমুখ।
আলোচনা সভা শেষে স্থানীয় সাংবাদিকদের মাঝে বঙ্গবন্ধু'র উপর লেখা বিভিন্ন বই বিতরণ করা হয়।
সময় জার্নাল/এমআই