বুধবার, সেপ্টেম্বর ১৫, ২০২১
আন্তর্জাতিক ডেস্ক।সময় জার্নাল : আফগানিস্তানে নতুন তালেবান সরকারের সঙ্গে বিশ্বকে ‘সম্পৃক্ত’ হওয়ার আহ্বান জানিয়েছে পাকিস্তান। অন্যথায় যুদ্ধবিধ্বস্ত দেশটি অস্থিতিশীলতার দিকে আবারও ফিরে যেতে পারে বলে শঙ্কা রয়েছে, যেমনটা গোষ্ঠীটি সর্বশেষ ক্ষমতায় থাকাকালীন (১৯৯৬-২০০১ সাল) ছিল। খবর প্রকাশ করেছে আল-জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৫ সেপ্টেম্বর) এ আহ্বান জানিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ। রাজধানী ইসলামাবাদে বিদেশি মিডিয়াগুলোর সঙ্গে কথা বলার সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে পুনরায় একই ভুল না করার পরামর্শ দিয়েছেন।
মঈদ ইউসুফ বলেন, আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করছি যেন, অতীতে যে ভুল তারা করেছিল সেটার গুরুত্ব যেন বিশ্ব বুঝতে পারে।
আফগানিস্তানে স্থিতিশীলতা ও শান্তি ফিরিয়ে আনা এখন আমাদের জন্য অপরিহার্য, যোগ করেন তিনি।
গত ১৫ আগস্ট কাবুল দখল করেছে তালেবান। ইতিমধ্যে এক মাস অতিবাহিত হয়ে গেছে। কিন্তু বিশ্বের কোনো দেশই বিশেষ করে পশ্চিমা দেশগুলো তালেবান সরকারকে স্বীকৃতি দেবে না বলে জানিয়ে দিয়েছে। তবে আফগানিস্তানে মানবিক সহায়তা দিচ্ছে তারা।
সময় জার্নাল/আরইউ