খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের চাড়ালকাটা নদীর খননকৃত বালু চুরি করে নিয়ে যাওয়ার অপরাধে এক ব্যক্তির ১ লাখ টাকা জরিমানা আদায় ও এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
সহকারী কমিশনার অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেলার সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল এলাকার লিয়াকত আলীর ছেলে সোহাগ হোসেন (৩০) নিয়মিত ভাবে বালু চুরি করে নিয়ে যায় এবং পার্শ্ববর্তী তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনিল চন্দ্রের ছেলে ট্রলি চালক শ্যামল চন্দ্র রায় (২০) উপজেলা প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে নিয়মিত ভাবে গোপনে বালু বিক্রি করে আসছে।
ঘটনার দিন গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান ওই বালুর পয়েন্টে গিয়ে হাতেনাতে আটক করে ওই দুই ব্যক্তিকে। পরে ঘটনাস্থলেই অবৈধভাবে বালু চুরি করার অপরাধে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল এলাকার লিয়াকত আলীর ছেলে সোহাগ হোসেনের ১ লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সানজিদা রহমান।
অপরদিকে অবৈধ ভাবে বালু পরিবহন করার অপরাধে ট্রলি চালক তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনিল চন্দ্রের ছেলে ট্রলি চালক শ্যামল চন্দ্র রায়ের ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান বলেন, বালু চুরি করে বিক্রি করার বিষয়টি জেলা প্রশাসনসহ সকলের নজরে আছে। বালু চুরি রোধকল্পে কাজ চলছে।
সময় জার্নাল/এমআই