ইসাহাক আলী। নাটোর: দীর্ঘদিন সংগঠনের গঠনতান্ত্রিক কমিটি না থাকা ও সাংগঠনিক অচলাবদ্ধা দূর করতে করণীয় ঠিক করতে নাটোরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এদিকে সভা শুরুর প্রাক্কালে ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা সভাস্থলে মিছিল শ্লোগান দিয়ে হট্টগোল শুরু করলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের সাথে আলোচনার আশ্বাস দিলে তারা সভাস্থল ত্যাগ করে।
শুক্রবার রাতে শহরের অনিমা চৌধুরি মিলনায়তনে সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তৃণমূল নেতাদের নানা অনুযোগ অভিযোগ ও দল গঠনে সবার ভূমিকা নিয়ে আলোচনা করেন। মূল সংগঠনকে শক্তিশালী করতে নিজেদের ভেদাভেদ ভুলে সংগঠনকে সুসংগঠিত করতে অবিলম্বে সকল পর্যায়ে সম্মেলন করে জেলা কমিটি করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা।
এ সময় বক্তব্য দেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সৈকত, নির্বার্হী সদস্য আরিফুল ইসলাম উজ্জল, ভারপ্রাপ্ত জেলা সভাপতি বাশিরুর রহমান চৌধুরি এহিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লবসহ নেতৃবৃন্দ।
এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন কমিটি না করা , দলকে বিশৃংখলা তৈরি করা বা গতানুতিক দল করার দিন শেষ হয়ে গেছে। এখন নিয়মতান্ত্রিক ভাবে দলকে সাজাতে হবে মানুষের কাছে রাজনীতির সুফল পৌছে দিতে হবে। সকল উপজেলা কমিটিকে দ্রুততর সময়ে কাউন্সিল করার নির্দেশ দেন তারা।
সময় জার্নাল/আরইউ