মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা কাজী তসলিম উদ্দিন বাবুকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুয়াাডাঙ্গাস্থ দমী কাজী জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের ভাতিজা দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান’র ছেলে কাজী সাদিকউজ্জামান।
জানাজা নামাজের আগে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম’র নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত দল বীর মুক্তিযোদ্ধা কাজী তসলিম উদ্দিন বাবুকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার ও জানাজা শেষে তাঁকে ফরিদপুর গোরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা কাজী তসলিম উদ্দিন বাবু দিনাজপুর পৌর শহরের বালুয়াডাঙ্গা নিবাসী মরহুম কাজী শামসুল হুদা’র চতুর্থ ছেলে ও বীর মুক্তিযোদ্ধা কাজী আবু তালেব মনু’র ছোট ভাই এবং দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান’র বড় ভাই।
মরহুমের জানাজার নামাজে দিনাজপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হাকিম, দিনাজপুর জেলা পরিষদের সদস্য ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ ফয়সাল হাবিব সুমন, মরহুমের ছোট ভাই দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী আশরাফউজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, মরুহুমের আত্মীয়-স্বজন, শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন।
বীর মুক্তিযোদ্ধা কাজী তসলিম উদ্দিন বাবু গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল আনুমানিক ৮টায় ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, ৩ ভাই, ৪ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।
সময় জার্নাল/এমআই