বৃহস্পতিবার, ০২ মে ২০২৪

বঙ্গবন্ধু মেডিকেলের করোনা সেন্টারে চিকিৎসা নিয়েছেন প্রায় সাড়ে ১৩ হাজার রোগী

সোমবার, সেপ্টেম্বর ২০, ২০২১
বঙ্গবন্ধু মেডিকেলের করোনা সেন্টারে চিকিৎসা নিয়েছেন প্রায় সাড়ে ১৩ হাজার রোগী

নিজস্ব প্রতিবেদক।সময় জার্নাল :  বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকে করোনা সেন্টারে আজ সোমবার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত ১৩ হাজার ২শ’ ২৫ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৬ হাজার ৭ শ’ ৯০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫ হাজার ৭শ’ ২৯ জন। বর্তমানে করোনা সেন্টারে ভর্তি আছেন ৬৫ জন। আইসিইউতে ভর্তি আছেন ১২ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন।  

এদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কোভিড ফিল্ড হাসপাতালে এ পর্যন্ত ৬ শ’ ৪৮ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন এবং আজ সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ভর্তি হয়েছেন ৩ শ’ ৪৪ জন রোগী। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ শ’ ৬৪ জন। বর্তমানে ভর্তি আছেন ৪২ জন রোগী।

এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে রোববার (১৯ সেপ্টম্বর) পর্যন্ত ১ লক্ষ ৯০ হাজার ১শ’ ৩৪ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ১৮ হাজার ২শ’ ৫৩ জন রোগী সেবা নিয়েছেন। 

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডক্টরস ডরমিটরিতে রোববার (১৯ সেপ্টেম্বর) ১ হাজার ৪ জনসহ সিনোফার্মের ভেরোসেলের প্রথম ডোজের টিকা নিয়েছেন ১৯ হাজার ৩ শত ৭৫ জন। 

এদিকে ৭ সেপ্টেম্বর ২ জনসহ ফাইজারের ১০ হাজার ৬ শত ৩৬ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। ১৫ সেপ্টেম্বর ৩ জনসহ অ্যাস্ট্রাজেনেকার ৪৯ হাজার ৪ শ’ ৯১ জন এবং ২৯ আগস্ট পর্যন্ত মোট ৩৫ হাজার ২ শত ৭৫ জন প্রথম ডোজের মডার্নার টিকা নিয়েছেন।  

গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও সিনোফার্মসহ মোট ১ লক্ষ ১৪ হাজার ৭ শত ৭৭ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। 

গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ৪৮ হাজার ৮ শত ৭৬ জন। গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফাইজারের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন  ৮ হাজার ৩ শত ৭৯ জন। 

গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত মডার্নার দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩১ হাজার ১ শত ৭ জন। গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) পর্যন্ত সিনোফার্মের ভেরোসেলের দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৩ হাজার ৬ শ’ ৪৬ জন। মোট ৯২ হাজার ৮ জনের দ্বিতীয় ডোজের টিকা প্রদান করা হয়েছে । 

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত সম্মুখসারির  যোদ্ধা চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সাহস ও মনোবল বৃদ্ধির জন্য নিয়মিত ওরিয়েন্টশন প্রোগ্রামে অংশ নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।

সময় জার্নাল/আরইউ   


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল