এহসান রানা, ফরিদপুর: ফরিদপুর শহরে শেখ আজাদ (২৬) হত্যা মামলায় বাচ্চু খান (২৮) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বাচ্চু খান ফরিদপুর সদরের দুই নম্বর হাবেলি গোপালপুরস্থ ডগ বস্তি এলাকার বাসিন্দা। নিহত শেখ আজাদ বাচ্চু খানের ভায়রা ভাই।
ফরিদপুরের জেলা ও দায়রা জজ মো. সেলিম মিয়া সোমবার(২০ সেপ্টেম্বর) বেলা তিনটার দিকে এ রায় ঘোষণা করেন। এ সময় হত্যা মামলার আসামি বাচ্চু খান উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২০ ফেব্রুয়ারি সকালে লুঙ্গি সেলাই না করায় বাচ্চু খানের সাথে তার স্ত্রী আঁখি আক্তারের ঝগড়া হয়। এসময় পাশের বাড়িতে বসবাসকারি শেখ আজাদ তাদের ঠেকাতে এগিয়ে এলে বাচ্চু খান লোহার রড দিয়ে আজাদের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত আজাদকে ফরিদপুর জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইদিনই নিহত আজাদের বাবা হারুন শেখ বাদী হয়ে বাচ্চু খানকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এলাকাবাসী বাচ্চু খানকে আটক করে পুলিশে সোপর্দ করে।
সময় জার্নাল/এমআই