বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরের উত্তর লনের বাগানে বেঞ্চ উৎসর্গ, সেই সঙ্গে বৃক্ষরোপণ এবং বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি’ পুরস্কার প্রদানকে বাংলাদেশের জন্য বিরাট সম্মান ও গৌরবের বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
বুধবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উপাচার্য একথা বলেন।
উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধুর কারণে স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশ্বদরবারে উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় দেশের বিশ্বনেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বেত্বে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রশংসা করছেন। এজন্য বাঙালি জাতি হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আনন্দিত ও গর্বিত।
বিবৃতিতে জননেত্রী শেখ হাসিনার শতায়ু কামনা করেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।সেইসঙ্গে দেশের জন্য এই দুর্লভ সম্মান বয়ে আনায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান ও কতৃজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সময় জার্নাল/ইএইচ