সর্বশেষ সংবাদ
আন্তর্জাতিক ডেস্ক :
চমকে ওঠার মত খবর। যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের নব-গঠিত তালেবান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেয়া হয়েছে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাঁধে। মঙ্গলবার নতুন স্বাস্থ্যমন্ত্রী করা হয়েছে দেশটির খাতিম্যান ইউরোলজিস্ট ডা: কালান্দার ইবাদকে। তুরুষ্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
খবরে আরও বলা হয়েছে যে, স্বাস্থ্যমন্ত্রী ডা: কালান্দার ইবাদের ডেপুটি হিসেবে আরও দু’জন চিকিৎসকের নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন: ডা. আব্দুল বারি উমর এবং ডা.মুহাম্মাদ হাসান গিয়াসি।
কাবুলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর নতুন সরকারের প্রধান ও কয়েকজন প্রভাবশালী মন্ত্রীর নাম জানিয়েছিল তালেবান। মঙ্গলবার সরকারের বাকি পদগুলোর নাম ঘোষণা করা হলো। এদিন সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত পদগুলো আফগানিস্তানের নতুন সরকারকে সচল রাখার জন্যজরুরী।
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল