সর্বশেষ সংবাদ
সময় জার্নাল প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালের যাবতীয় কার্যক্রম ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত মি. লী জাং-কিউন এর সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপাচার্য এ তথ্য জানান।
এ সময় তিনি নির্মাণাধীন ৭০০ শয্যা বিশিষ্ট দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম বিজয়ের মাস ডিসেম্বরের ১৬ তারিখ অর্থাৎ বিজয় দিবসের আগেই সম্পন্ন করার জোরালো নির্দেশ দেন। যাতে করে উভয় দেশের সরকার প্রধান বিজয় মাসে সুপার স্পেশালাইজড হাসাপাতাল এর শুভ উদ্বোধন করতে পারেন।
হাসপাতাল নির্মাণের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুপার স্পেশালাইজড হাসপাতালটি চালু হলে রোগীদের বিদেশে যাওয়ার প্রবণতা আরো কমে যাবে। এর মাধ্যমে দেশের চিকিৎসাসেবাখাত আরো একধাপ এগিয়ে যাবে। দেশের চিকিৎসাসেবার পাশাপাশি মেডিক্যাল শিক্ষা ও গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।
এসময় কোরিয়ার রাষ্ট্রদূত মি. লী জাং-কিউন বলেন, বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধুর নামে সুপার স্পেশালাইজড হাসপাতাল শুধু বাংলাদেশ নয়, কোরিয়ার জন্যও অত্যন্ত গৌরব ও মর্যাদাপূর্ণ। হাসপাতালটি বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্বের উজ্জ্বল দৃষ্টান্ত বহন করবে। সবচাইতে বড় কথা সুপার স্পেশালাইজড হাসপাতালের মাধ্যমে বাংলাদেশের আপামর জনসাধারণ সর্বাধুনিক উন্নত চিকিৎসাসেবা পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, সুপার স্পেশালাইজড হাসপাতালের স্ট্রাকচারাল কার্যক্রম ১০০ শতাংশ, আর্কিটেকচারাল ও সিভিল ওয়ার্ক ৮৫ শতাংশ, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল কার্যক্রম ৮০ শতাংশ, হসপিটাল ইনফরমেশন সিস্টেম (এইচআইএস) সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের ৬০ শতাংশসহ যাবতীয় কার্যক্রমের ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে।
গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম-সচিব মোঃ আব্দুস সালাম খান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মোঃ জুলফিকার রহমান খান, প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, কোরিয়ান এক্সিম ব্যাংকের ঢাকা অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ মি. জুন সিডাক (গৎ. ঔঁহ ঝরফঁশ), উপ-প্রকল্প পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মোঃ নূর-ই- এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল