বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
এক বৃক্ষপ্রেমিক মানব আশরাফুল ইসলাম রাজুর গল্পটা আর দশটা মানুষের সাধারণ গল্পের মত না।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের প্রায় ১৮ কিলোমিটার রাস্তার দুই পাশে একক অর্থায়নে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করছেন।
এই কাজটিতে তিনি সামাজিক সংগঠন জাগরণ ও সুপ্রভাত এর স্বেচ্ছাসেবী কর্মীদের সাথে নিয়ে সামনে থেকে নেতৃত্ব দেন।
এ বিষয়ে তিনি আমাদেরকে বলেন, বাংলাদেশে যে পরিমাণ বৃক্ষ কাটা হচ্ছে তা আগামী কয়েক বছরের মধ্যেই আমাদের আবহাওয়া এবং জলবায়ুতে মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া ফেলবে।
সেই বিষয়টিকে সামনে রেখে আমরা চেষ্টা করছি পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের দিক থেকে যতটুকু ভুমিকা রাখা যায়, সমাজের সকল মানুষের উচিত নিজেদের প্রয়োজনে একটি বৃক্ষ কাটলে বিনিময়ে যেন দুটি চারা রোপণ করি।
বৃক্ষ ত্যাগী, দাতা, উদার, সহিষ্ণু ও পরম উপকারী বন্ধু। মানুষের জীবন হোক বৃক্ষের মত সুন্দর।
সময় জার্নাল/ইএইচ