বুধবার, সেপ্টেম্বর ২২, ২০২১
মোঃ ইমরান মাহমুদ। জামালপুর : জাতীয় পরিচয় পত্রে জীবিত ৯ ব্যাক্তিকে মৃত দেখানো হয়েছে। ঘটনাটি ঘটেছে জামালপুর জেলার মাদারগঞ্জে। এমন কাণ্ডে করোনার টিকাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা থেকেও হচ্ছেন বঞ্চিত তারা। জাতীয় পরিচয় পত্রের ভুল সংশোধন করতে গড়িমসি করছে বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা।
পরিচয় পত্রে ভুল হয়েছে যাদের, পৌরসভার বীরগোপালপুর এলাকার মৃত মজিবর শেখের ছেলে মোঃ ফকির আলী, চর গাবেরগ্রাম এলাকার মৃত মুনছুরের ছেলে মোঃ মোখলেছ, বলদ ভরা বানীকুঞ্জ এলাকার রমিজ উদ্দিনের স্ত্রী মোছাঃ শাপলা, মোছাঃ কমেলা, মোঃ নাজির হোসেন মন্ডল, শ্রীমতা মায়া রাণী, মোঃ ফটিক মন্ডল, মোঃ আলী হোসাইন, মোছাঃ লাভলী ।
ভুক্তভোগী মোখলেছ জানান, পরিচয় পত্রে মৃত হওয়ায় আমি করোনার টিকা পেতে রেজিষ্ট্রেশন করতে পারছি না। দ্রুত এর সংশোধন করার দাবি জানাচ্ছি।
মোঃ ফকির আলী জানান, ভোটার কার্ডে মৃত থাকায় আমার ছেলের পাসপোর্ট করতে পারছি না। সরকারি কোন সহায়তাও পাচ্ছি না। দ্রুত এর সমাধান চাই।
মাদারগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জামান হোসেন চৌধুরী জানান, ভোটার তালিকা হালনাগাদ করেন শিক্ষকরা ,তারা যদি সংশ্লিষ্ট ভোটারের কাছে না জেনে বা অন্য কারো কথায়
যদি লেখে তাহলে তো ভুল হবেই । তবে এটা তালিকা হালনাগাদের ভুল।এ ভুল দ্রুতই সংশোধন হয়ে যাবে।
সময় জার্নাল/আরইউ