বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

ই-অরেঞ্জ গ্রাহকদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৩, ২০২১
ই-অরেঞ্জ গ্রাহকদের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জ

সময় জার্নাল প্রতিবেদক :

অবিলম্বে পণ্য ডেলিভারি অথবা বিনিয়োগের টাকা ফেরতের দাবিতে রাজধানীতে  বিক্ষোভ করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহকরা। মিছিলকারীরা মৎস্য ভবন এলাকায় পৌঁছলে পুলিশ লাঠিপেটার শিকার হন। এ সময় মিছিল থেকে কয়েক জনকে পুলিশ আটক করেছে দাবি করেছেন বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান নেন ই-অরেঞ্জের গ্রাহকরা। সেখানে ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির ব্যানারে মানববন্ধন করেন। এ সময় বক্তারা পণ্য ডেলিভারি অথবা বিনিয়োগের টাকা ফেরত, প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি, সরকারি আমলা ও কর্তাব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়াসহ নানা দাবি জানান। পরে বাণিজ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় সড়কে অবস্থান নিলে পুলিশ তাতে বাধা দেয় এবং লাঠিপেটা করে। 

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার সাংবাদিকদের বলেন, যানজট কমাতে প্রথমে বিক্ষোভকারীদের রাস্তা থেকে  সরে যেতে বলি। তারা না সরলে পুলিশ তাদের জোর করে সরিয়ে দেয়। 

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল