এম.পলাশ শরীফ, বাগেরহাট: জেলার মোড়েলগঞ্জে কালিবাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে এক প্রভাশালী শিক্ষকের অত্যাচারে অতিষ্ঠ কৃষক পরিবার। আদালতের নির্দেশনা উপেক্ষা করে বালু ভরাট করে জমি দখলের পায়তারা।
জানা গেছে, উপজেলার জিউধরা ইউনিয়নের পাথুরিয়া কালিবাড়ি গ্রামের মৃত. শিশুবর মন্ডলের পুত্র কৃষক স্বপন কুমার মন্ডল, তপন মন্ডলের সাথে একই গ্রামের প্রভাবশালী প্রতিবেশী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল দীর্ঘদিনধরে ওয়ারেশি ৯০ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এরই সূত্রে ধরে শিক্ষক নিরঞ্জন মন্ডল কৃষক স্বপন কুমার মন্ডলের পরিবারকে বিভিন্নভাবে একেরপর এক হয়রানি করে আসছে। সম্প্রতি ওই কৃষকের নগদ রাখা ৬৬শতক জমি ধান কেটে নিয়ে যায়। এ ঘটনায় কৃষকের বৃদ্ধ মাতা সুমিতা রানী মন্ডল বাদি হয়ে নিরঞ্জন মন্ডলসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগ দায়ের করেন। যার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত ওই নালিশি জমিতে ১৪৪ ধারা জারি করেন। এছাড়াও কৃষক স্বপন কুমার মন্ডল সহকারী জজ আদালতে নিরঞ্জন মন্ডল গংদের বিবাদী করে একটি মামলা দায়ের করেন।
স্বপন মন্ডল ও তার ভাই তপন মন্ডল জানান, ‘আদালতে ১৪৪ ধারা বলবৎ থাকলেও সে আইন তারা তোয়াক্কা করছে না। বালু ভরাট দিয়ে রাতের আধারে ঘর তোলার চেষ্টা করছে প্রভাবশালী নিরঞ্জন মন্ডল’।
এ বিষয়ে শিক্ষক নিরঞ্জন কুমার মন্ডল বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। তার জমিতেই তিনি শান্তিপ্রিয়ভাবে বসবাস করছেন।
সময় জার্নাল/আরইউ