বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শিক্ষার্থীদের পত্রিকাসমূহে লেখালেখিতে উদ্বুদ্ধ করতে এবং দক্ষ লেখক হিসেবে গড়ে তুলতে দেশের ১৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বৃহত্তর চট্টগ্রাম শাখা'র সদস্য সংগ্রহ চলছে।
১. নবীন লেখকদের পরামর্শ, নির্দেশনা ও অনুপ্রেরণা প্রদান করা।
২. নবীন লেখকদের লেখা সম্পাদনা এবং প্রকাশের ব্যবস্থা করা।
৩. নিয়মিত সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা এবং পাঠচক্রের আয়ােজন করা।
৪. সাপ্তাহিক এবং মাসিক সাহিত্য আড্ডার আয়ােজন করা।
৫. নিয়মিত সেরা লেখক পুরস্কার প্রদান করা।
৬. তরুণ লেখকদের স্বনামধন্য লেখকদের সাথে সেতুবন্ধন গড়ে তােলা।
৭. লেখালেখির মাধ্যমে জনসচেতনতা গড়ে তােলা।
৮. বিশেষ দিবস সমূহে লেখালেখি প্রতিযােগিতার আয়ােজন করা।
নিবন্ধনের নিয়মাবলিঃ
১. (01882092750) নম্বরে অবেদন ফি ১০০ টাকা বিকাশ করে নিম্নোক্ত ফরমটি পূরণ করতে হবে। রেফারেন্স অপশনে নিজের নাম দিতে হবে। প্রয়োজনে যোগাযোগঃ 01631-950898 (সভাপতি)
আরো জানতে ইনবক্স করুন।
সদস্য আবেদন পত্র লিংকঃ
আমাদের শাখার লিংকঃ
- বিজ্ঞপ্তি