মো. আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি: জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে শিলমুদ গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত চারজনের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। এসব পরিবারের সদস্যদের যোগ্যতা অনুসারে চাকরিও দেওয়া হয়েছে।
আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রহিম মার্কেট এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক ও চাকরির নিয়োগপত্র নিহতদের পরিবারের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
এছাড়াও জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে নগদ আরও ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় সবজি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান আব্দুর রহিম, সুমন, ইউছুফ ও জুয়েল। পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে যোগ্যতা অনুযায়ী নিহত আব্দুর রহিমের মেয়ে ইসরাত জাহানকে ডাটা এন্ট্রি অপারেটর, জুয়েলের বোনকে এমএলএসএস, ইউসুফের স্ত্রী ও সুমনের স্ত্রীকে পরিচ্ছন্নতা কর্মী পদে পল্লী বিদ্যুতে নিয়োগ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান ও জেলা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম মোস্তফাসহ আরও অনেকে।
সময় জার্নাল/আরইউ