দুলাল বিশ্বাস। গোপালগঞ্জ : জেলার টুঙ্গিপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন কলেজ, উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন গোপালগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান (এমপি)।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম হেদায়েতুল ইসলাম, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর সাথী আক্তার, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাহিদ শেখ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লিটন মোল্যা প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে গোপালগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান (এমপি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের সমাধিতে বঙ্গবন্ধুসহ নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে কেরালকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করেন তিনি।
টুঙ্গিপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা একে এম হেদায়েতুল ইসলাম জানান, গোপালগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান (এমপি) উপজেলার ১৯ টি উচ্চ বিদ্যালয়, ২ টি কলেজ, ২ টি মাদ্রাসা, ৫ টি প্রাথমিক বিদ্যালয়, ৫ টি সংগঠন, ১৪ টি মাঠের খেলোয়াড় ও শেখ রাসেল দুঃস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে ক্রীড়াসামগ্রী (ফুটবল ও ভলিবল) বিতরণ করা হয়েছে।
সময় জার্নাল/আরইউ