জীবন হক। ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গাছের সঙ্গে বেঁধে নাসিরুল ইসলামকে নির্যাতনকারী করিমুল ইসলামসহ বাকি আসামিদের দ্রæত গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্থির দাবিতে স্বারকলিপি প্রদান, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
রোববার রাণীশংকৈল ইউএনও কার্যালয় চত্বরে বাচোর ইউনিয়নের ভাংবাড়ী এলাকাবাসির আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। এর আগে ভাংবাড়ী থেকে রাণীশংকৈল ইউএনও কার্যালয় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে ওই গ্রামের ২ শতাধিক লোক কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে নির্যাতনকারীদের গ্রেফতারের দাবিতে একটি স্বারকলিপি ইউএনও ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে প্রদান করে।
মানববন্ধনে ওই এলাকার সাধারণ মানুষ অভিযোগ করে বলেন যে, নির্যাতনকারী মহিলাকে শুধু গ্রেফতার করা হয়েছে। বাকি আরো ৪ জন আসামি এলাকায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ১ নং আসামি গ্রেফতার না হওয়ায় যারা ঘটনার সাক্ষী তাদেরকে হুমকী দেওয়া হচ্ছে। বাকি আসামিরা নাসিরুলের প্রতিবেশিদের ফোনে বিভিন্ন রকম হুমকী দিচ্ছে। তাই যত দ্রæত সম্ভব সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্থির দাবি জানান এলাকাবাসী।
স্বারকলিপি গ্রহনের সময় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ ইকবাল বলেন, ছেলের বাবা বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে ২নং আসামি মেয়ের মা সেলিনা আক্তারকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। খুব দ্রæতই বাকি আসামিদের গ্রেফতার করা হবে। আর কেও হুমকি দিলে বা ভয়ভিতি দেখালে আমাকে জানাবেন তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, রাণীশংকৈল বাচোর ইউনিয়নের ভাংবাড়ী গ্রামের করিমুল ইসলামের মেয়ে কেয়া মনিকে (১৮) প্রেম করে বিয়ে করে একই গ্রামের খলিলুর রহমানের ছেলে নাসিরুল ইসলাম (২১)। পরে তারা দুজনেই ঢাকায় পালিয়ে যায়। বিয়ে মেনে নেওয়ার শর্তে তাদেরকে ঢাকা থেকে নিয়ে আসা হয়। তার পরে ছেলে মেয়েকে আলাদা রাখা হয়। গত ২০ সেপ্টেম্বর মেয়ের পরিবারের লোকজন নাসিরুলকে গ্রামের একটি বাজার থেকে তুলে নিয়ে গিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগিয় কায়দায় অমানবিক নির্যাতন করে। এসময় নাসিরুলের ভাই তাকে বাচাঁতে গেলে তাকেও মারধর করা হয়। পরে পুলিশের সহায়তায় গুরুত্বর আহত অবস্থায় নাসিরুল কে উদ্ধার করে প্রথমে রাণীশংকৈল পরে দিনাজপুর ও আজ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। নাসিরুলকে নির্যাতনের ভিডিও গত বৃহস্পতিবার সামাজিত মাধ্যমে ভাইরাল হওয়ার পরেই পুলিশ নির্যাতনকারী মেয়ের মা কে গ্রেফতার করে।
নির্যাতনের ভিডিও দেখে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে উঠে আর এই অমানবীক ঘটনার দ্রæত দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানান। আসামিদের দ্রæত আইনের আওতায় না আনা হলে আরো বড় আন্দোলনের হুমকী দেয় এলাকাবাসী।
সময় জার্নাল/আরইউ