রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

৬ ভুয়া চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল ও মামলা করলো বিএমডিসি

রোববার, সেপ্টেম্বর ২৬, ২০২১
৬ ভুয়া চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল ও মামলা করলো বিএমডিসি

সময় জার্নাল প্রতিবেদক :

বিদেশী প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশের ভুয়া সার্টিফিকেট দাখিল করায় ৬ নিবন্ধিত চিকিৎসকেররেজিস্ট্রেশন বাতিল করেছে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সেইসঙ্গে, তাদের বিরুদ্ধে ঢাকার চীফ মেট্রোপলিটন আদালতে মামলা দায়ের করেছে বিএমডিসি।  প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. আরমান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, ‘এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, প্রতারণাপূর্বক নিম্নবর্ণিত ৫ (পাঁচ) ব্যক্তি (ক্রমিক নং : ১-৫) গণপ্রজাতন্ত্রী চীনের তাইশান মেডিকেল ইউনিভার্সিটির এবং ১ (এক) ব্যক্তি (ক্রমিক নং : ৬) Samara State Medical University, Russia এর ভুয়া সার্টিফিকেট দাখিল করিয়া বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন গ্রহণ করিয়াছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাহাদের রেজিস্ট্রেশন বাতিল করা হইয়াছে এবং তাহাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোট নং-১২ ঢাকাতে মামলা দায়ের করা হইয়াছে। মামলা নম্বর যথাক্রমে :- ২৭২/২১, ২৬৯/২১, ২৬৮/২১, ২৬৭/২১, ২৭০/২১ এবং ২৭১/২১।’

ভুয়া চিকিৎসকদের নাম পরিচয় নিচে দেয়া  হল : 

১. আসীম কুমার মিত্র, পিতা: বোপেন্দ্র নাথ মিত্র, গ্রাম : মোল্লার কুল, পোস্ট অফিস: কাহালপুর, উপজেলা : মোল্লারহাট, জেলা : বাগেরহাট, (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82969, Date:2.07.2017).

২. সৌমেন্দ্র নাথ বিশ্বাস, পিতা: জগন্নাথ চন্দ্র বিশ্বাস, গ্রাম: স্বরূপপুর, পোস্ট অফিস: হাকিমপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর, (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82972, Date: ০2.07.2017).

৩. মো. রমজান খান, পিতা: ইব্রাহীম খান, গ্রাম: আটিপাড়া, পোস্ট অফিস: সিরাজপুর, উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ, (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82973, Date: ০2.07.2017).

৪. মোফাজ্জেল হোসেন, পিতা: আব্দুর রহমান, গ্রাম: ভাষানচর, পোস্ট অফিস: অম্বিকাপুর, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর , (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82974, Date: 02.07.2017)

৫. মোহাম্মাদ মোবারক হোসেন, পিতা: মো: আব্দুল করিম, গ্রাম: চৌরাপাড়া, পোস্ট অফিস: লক্ষণখোলা, উপজেলা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ , (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82975, Date: 02.07.2017)

৬. একেএম মেহেদী হাসান, পিতা: একেএম সাহাবুদ্দিন , রাশেদ ভীলা, দক্ষিণ চর্থা, কুমিলা ৩৫০০, (বিএমএন্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 28171, Date: 26.05.1999)

 বিজ্ঞপ্তি আরও বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিরা নিজেদেরকে চিকিৎসক বলিয়া পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না। যদি চিকিৎসা কার্য চালাইয়া যান, তাহা হইলে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অবহিত করার জন্য অনুরোধ করা যাইতেছে’। 

এদিকে, ভুয়া চিকিৎসকদের সঙ্গে বিএমডিসির অসাধূ কর্মকর্তা-কর্মচারীদেরও শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন চিকিৎসকেরা। 

সময় জার্নাল/ইএইচ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল