এহসান রানা, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক কাজী আশরাফ উদ্দিন উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
সোমবার বিকেলে প্রথমে তিনি ভাঙ্গা উপজেলা সদরের ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন উপ- প্রকল্প হ্যান্ড ওয়াস বেসিন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ভিন্ন এক প্রকল্প পরিদর্শনের জন্য যান উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে। সেখানে তিনি পাওয়ার ট্রিলার প্রকল্প পরিদর্শন করেন।
এসময় তিনি ভাঙ্গা উপজেলা কোয়ার্টারে নির্মাণাধীন ভবন, উপজেলা পরিষদের নতুন ভবন নির্মান কাজের অগ্রগতি সহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পও পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আঃ মালেক মিয়া, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর(ইউডিএফ) সোহেলী আক্তার, প্রশাসনিক কর্মকর্তা আবদুল কাদের প্রমুখ।
সময় জার্নাল/এমআই