সময় জার্নাল ডেস্ক:
বারবার মামলা দেয়ায় ক্ষুব্ধ হয়ে পুলিশের সামনেই নিজের বাইকে আগুন দেয়া পাঠাও চালক শওকত আলম সোহেলকে মোটর সাইকেল উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন মানবিক সংগঠন ‘আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান ইঞ্জনিয়ার মুহাম্মদ নাসির উদ্দিন।
সোমবার রাতে তিনি সময় জার্নাল কে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, এই মুহুর্তে একটা মোটর সাইকেল আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন চট্টগ্রাম অফিসে আছে। যেটা ফাউন্ডেশনের চলমান কর্জে হাসানা প্রজেক্টে উপযুক্ত ব্যক্তিকে দেয়ার জন্য নেয়া হয়েছিল। উনার পছন্দ হলে আমার পক্ষ থেকে উপহার হিসেবে দিতে পারলে খুবই খুশী হবো। উনার পক্ষ থেকে আমিই না হয় কর্জে হাসানাটা আদায় করার সুযোগটা নিবো, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়রান।
উল্লেখ্য, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে মোটরবাইক রাইড শেয়ারিং চালক শওকত আলম সোহেল পুলিশ সার্জেন্টের অব্যাহত মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলটি পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেন।
সময় জার্নাল/এমআই