বুধবার, সেপ্টেম্বর ২৯, ২০২১
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় পার্বতীপুর ল্যাম্ব হাসাতালের আয়োজনে ফিস্টুলা রোগী শনাক্তকরণ ও রেফার বিষয়ক নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলার ফুলবাড়ী উপজেলার বেতদিঘি ইউনিয়ন ভবনের পাশে স্বাস্থ্য বিভাগের কারিগরি সহায়তায় ও ইউএনএফপিএ বাংলাদেশ’র অর্থায়নে ল্যাম্ব হাসপাতালের আয়োজনে ফিস্টুলা রোগী অনুসন্ধানের লক্ষে এই নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী উপজেলার বিশিষ্ট সমাজসেবক মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ল্যাম্ব হাসপাতালের জেলা সমন্বয়কারী মোছাঃ আমিনা খাতুন। বক্তব্য রাখেন সিএইচসিপি কানিজ ফাতেমা, পল্লী চিকিৎসক মোঃ এহিয়া প্রমূখ।
সভায় ফুলবাড়ী উপজেলার সিএইচসিপি, পল্লী চিকিৎসক, ইউপি সদস্য, শিক্ষক, ছাত্র, ধর্মীয় নেতা, ধাত্রী, সেবিকা ও এনজিও প্রতিনিধিসহ ৬০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সভায় আগামী এক সপ্তাহের মধ্যে নিজ নিজ এলাকায় ফিস্টুলা রোগী অনুসন্ধান করে তাদের তথ্য হাসপাতালে প্রেরণের আশ্বাস দেন অংশগ্রহণকারীরা।
উল্লেখ্য, পার্বতীপুর ল্যাম্ব হাসপাতাল ফিস্টুলা রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করে ও পূণর্বাসনের ব্যবস্থা করে থাকে।
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি, মোবাইল ঃ ০১৭১৮৪০৯২৯২, তারিখ ঃ ২৬-০৯-২০২১।