সর্বশেষ সংবাদ
সিরিয়ায় অন্তর্বর্তী সরকার গঠন
সময় জার্নাল প্রতিবেদক :
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় করোনা ভাইরাস পরীক্ষায় বিমানবন্দরে পিটিপিসিআর ল্যাব স্থাপন পরবর্তী কার্যক্রম দ্রুত চালু করতে পরামর্শ দেয়া হয়েছে।
বুধবার কমিটির সভাপতি র,আ,ম উবায়দুর মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।
সভায় বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালন) বিল” ২০২১, বৈশ্বিক করোনা মহামারি প্রতিরোধে মন্ত্রণালয় গৃহীত সর্বশেষ পদক্ষেপসমূহ, নিয়ে আলোচনা করা হয়। এছাড়া মুজিববর্ষ পালন ও ১নং সাব কমিটির মিশরীয় ২টি বিমান লীজ গ্রহণের অভিযোগ সম্পর্কিত তদন্ত রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বরিশাল বিমান বন্দরের বিভিন্ন সংস্কারমূলক কাজের বিষয়ে পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়।
কমিটি “বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল” ২০২১ পরীক্ষা নিরীক্ষার জন্য আগামী সভায় আলোচনার সিদ্ধান্ত গ্রহন করে।
এছাড়াও, বিমান বন্দরে যাত্রীদের যাতায়াতের সুযোগ সুবিধা আরো নির্বিঘ্নে করতে সুপারিশ করে কমিটি।
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল